জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৬ জুন ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দূষণ এখন মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে : ছামির মাহমুদ

Jagannathpur Times BD
জুন ৬, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট :

সিলেটে বাংলাদেশ ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে আলোচনাসভা, র‌্যালি, বৃক্ষরোপণসহ নানা অনুষ্ঠানমালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ জুন ২০২৩) দুপুরে সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় স্কুল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। এতে স্কলের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ছামির মাহমুদ বলেন, সিলেট অঞ্চলে দিন দিন বৃক্ষের সংখ্যা কমে আসছে। অবাধে কাটা হচ্ছে পাহাড় টিলা। আর একারণে আমাদের পরিবেশ-প্রকৃতির বিপর্যয় ঘটছে। যার প্রভাব সরাসরি পড়ছে মানুষের জীবন-জীবিকায়। চলতি বছরের মে মাসে সিলেটে স্বাভাবিক পরিমাণের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। বেড়েছে তাপমাত্রা। হাওর, বিল ও নদী নালায় পানিও কমে গেছে।

এ কারণে মাছের প্রাকৃতিক প্রজননও কমেছে। হাওরে মাছ ধরতে গিয়ে জালে মাছ পাচ্ছেন না মৎস্যজীবীরা। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন এই পেশার সাথে জড়িতরা। গুটি কয়েক মানুষের পরিবেশ বিধ্বংসী অপকর্মের কারণে সকল মানুষকে আজ প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ বিপর্যয় এখন মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। ২০২২ সালের এই সময়ে আমরা দুই দফায় ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করেছি। অথচ এক বছরের মাথায় এখন বৃষ্টির দেখা নেই। ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষ দিশেহারা। তাই বৃষ্টি মৌসুমে আশপাশের খালি জায়গায় বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। পাহাড়-টিলা বন্ধে জনসচেতনতামূলক কার্যক্রম বেশি করে হাতে নিতে হবে।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনাসভাটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক কৃষ্ণ চন্দ্র দেব।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক সালমান খান। বক্তব্য রাখেন, ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের শিক্ষক শাহিদা জামান, তাহমিনা বেগম, মুর্শেদা আক্তার ও নাঈম বখতিয়ার প্রমুখ।

পরে অতিথি ও স্কুলের প্রধান শিক্ষার্থীদের নিয়ে সবুজায়ন নামে দেয়ালিকা উদ্বোধন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।