জগন্নাথপুর টাইমসবুধবার , ১৪ জুন ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনের ওয়েম্বলিতে হত্যার শিকার হলেন এক শিক্ষার্থী

Jagannathpur Times BD
জুন ১৪, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

লন্ডনে হত্যার শিকার হলেন ২৭ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী। হায়দরাবাদের ওই শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠলো এক ব্রাজিলিয়ান যুবকের বিরুদ্ধে। ওই হামলার সময় আরও এক তরুণী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।

হত্যার ঘটনায় প্রাথমিকভাবে এক তরুণী ও এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নৃশংস হামলার ঘটনাটি ঘটে ওয়েম্বলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৭ বছরের তেজস্বিনীর।একই ঘটনায় ২৮ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৩ বছরের এক তরুণী ও ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণীকে মুক্তি দেওয়া হয়। পরে ২৩ বছর বয়সী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

এখন পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।