জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত

Jagannathpur Times BD
জুন ১৫, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:

গত কয়েক দিনের টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পাহাড়ি ঢলে তাহিরপুরের যাদুকাটা, চলতি নদীসহ সব নদীর পানি কয়েক
সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার
কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও কয়েক জায়গায় নদীর তীর ডুবে
গেছে। গত ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর
বৃষ্টিপাত অব্যাহত থাকায় সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও
কোথাও বিপদ সীমা অতিক্রম করেনি। আগামী কয়েকদিন সুনামগঞ্জে ও
ভারতের চেরাপুঞ্জিতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর
বৃষ্টিপাত অব্যহত থাকলে বিপদসীমা অতিক্রম করবে। গত ২৪ ঘন্টায়
ভারতের চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এখনো হাওরে পানি কম থাকায় বন্যার সম্ভবনা নেই বলে জানান
কর্মকর্তারা এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘন্টায়
ভারতের চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী আরো কয়েকদিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে
বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে
পারে বলে জানান তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।