জগন্নাথপুর টাইমসসোমবার , ২৬ জুন ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা উপস্থাপন করবে বিএনপি- মির্জা ফখরুল

Jagannathpur Times BD
জুন ২৬, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই জাতির সামনে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা উপস্থাপন করবে বিএনপি।

সোমবার (২৬ জুন ২০২৩) রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল আরো বলেন, আমরা এখনো বলছি, তাদের শুভবুদ্ধির উদয় হোক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করা হোক। তবে নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে। এটা খুবই জরুরি। কারণ এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কোনো ভাবেই দেশে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না।

বিএনপি মহাসচিব বলেন, ঈদের পরে আন্দোলন আরও জোরদার ও বেগবান হবে। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন, তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করা হবে।

ফাইল ছবি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।