জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ৯ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বাংলা স্কুলের উদ্বোধন

Jagannathpur Times BD
জুন ২৯, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ  :

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ও বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। আগামী ৯ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিক ভাবে বাংলা স্কুলের উদ্বোধন ।

 

সম্প্রতি পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে ট্রাস্টের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘বোর্ড অব ম্যানেজমেন্ট’ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিক ভাবে বাংলা স্কুলের উদ্বোধন করা হবে। ৬ বছর থেকে ১৫ বছরের যে কোন শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে পারবে।

লন্ডনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক- শিক্ষিকাদের তত্ত্বাবধানে বাংলা স্কুলে শিক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রি শিক্ষা দেয়া হবে। স্কুল পরিচালনায় যাবতীয় খরচ বহন করবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। প্রাথমিক ভাবে প্রতি সপ্তাহে শনিবার পূর্ব লন্ডনের দ্য চিলড্রেন এডুকেশন সেন্টারে স্কুলের কার্যক্রম শুরু হবে।

প্রবাসে বেড়ে উঠা তৃতীয় প্রজন্মের কাছে শুধু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরা নয় একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষা তাদের মাঝে ছড়িয়ে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দ।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর সঞ্চালনায় বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান শাফার, মো নুরুল ইসলাম এবং সালেহ আহমদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, কালচার সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, স্পোর্টস সেক্রেটারি মো কবির আহমদ, ইয়ুথ সেক্রেটারি অলি আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল বাছিত, মোহাম্মদ আব্দুল মতিন, বদরুল আলম বাবুল, মোহাম্মদ সুলতান আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোর্ড মেম্বার মুহিবুল হক, মাহবুব হোসেন চৌধুরী, মামুনুর রশীদ মাছুম।

 

সভার শুরুতে পবিত্র কোরঅ্যান তেলাওয়াত করেন অলি আহমদ। পরে আগামী এক বছরের জন্য (২০২৩) বিভিন্ন কার্যক্রম এবং ২০২৫ সালের নির্বাচন বিধিমালা সংশোধন ও সংযোজন করা হয়। ২০২৩ সালের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয় এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল, গোলাপগঞ্জ উৎসব, গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্, সবজিবাগান প্রতিযোগিতা, সামার ট্রিপ, স্টুডেন্ট এচিভমেন্ট এ্যাওয়ার্ড, গোলাপগঞ্জ পদক।

সভায় ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৩জন সদস্যকে কো-অপ্ট করে বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি, দেশের ইতিহাস আমাদের সন্তানরা জানবে এই স্কুলের মাধ্যমে। এটা অবশ্যই আনন্দের বিষয়। আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন কোনোভাবেই নিজ শেকড়কে ভুলে না যায়। আমাদের শিশুরা যেন বাংলা ভাষা লালন করে।

উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্য, সংস্কৃতি তথা বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে বহমান রাখতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গোলাপগঞ্জ উৎসব, পিঠা মেলা, কেরাত প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, প্যারেন্টস কনফারেন্স সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য সোশ্যাল ট্রাস্ট ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে আস্থা অর্জন করেছে।

সভায় স্কুল পরিচালনায় ব্রিটেনে বাংলাদেশি সংগঠন এবং কমিউনিটির বিশিষ্টজনদের সাহায্য সহযোগিতা কামনা করেন সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দ। বাংলা স্কুল পরিচালনার জন্য একটি স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়।নবপ্রতিষ্ঠিত বাংলা স্কুলের নাম হল GUST Bangla School. এ ব্যাপারে যে কোন তথ্য জানতে হলে আনোয়ার শাহজাহানের সাথে golapganjsocialtrust@gmail.com ইমেইলে যোগাযোগ করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।