জগন্নাথপুর টাইমসরবিবার , ১৬ জুলাই ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

হেয়ারড্রেসার বিউটিশিয়ান নারীদের ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি -নতুন গবেষণা

Jagannathpur Times BD
জুলাই ১৬, ২০২৩ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

নতুন এক গবেষণা থেকে জানা যায়, ডিম্বাশয়ের ক্যান্সারের মারাত্মক ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে হিসাবরক্ষক, বিউটিশিয়ান এবং হেয়ারড্রেসার পেশায় নিয়োজিত নারীরা। এছাড়া যেসব নারী পোশাক ও নির্মাণশিল্পে কাজ করছেন তাদের মাঝেও এ ক্যান্সার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা এ গবেষণা চালিয়েছেন। তারা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ৪৯১ জন নারীর তথ্যের সাথে সুস্থ ৮৯৭ জন নারীর তথ্য তুলনা করেছেন। হেয়ারড্রেসিং, বিপণন, কাপড় সেলাইয়ের কাজে কসমেটিক ট্যাল্ক, অ্যামোনিয়া, হাইড্রোজেন পারক্সাইড, সিন্থেটিক ফাইবার, পলিস্টার ফাইবার, জৈব রং, রঙ্গক এবং ব্লিচ-সহ বেশ কয়েকটি বিষাক্ত উপাদানের নমুনা পেয়েছেন তারা।

হেয়ারড্রেসার, বিউটিশিয়ান হিসেবে কাজ করা নারীদের ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি অন্য সব পেশায় যুক্ত নারীদের থেকে তিনগুণ বেশি। দশ বছর ধরে হিসাবরক্ষক হিসেবে কাজ করা নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ এবং নারী নির্মাণ শ্রমিকদের প্রায় তিনগুণ বলে জানিয়েছেন গবেষকরা। বিপণনের কাজে যুক্ত নারীদের ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি ৪৫ শতাংশ এবং পোশাক শিল্পের সাথে যুক্ত নারীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের শিক্ষাবিদরা জানান, পেশাগত ক্যান্সারের গবেষণা এতদিন নারীদের বাদ দিয়েই করা হতো। বর্তমানে নারীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকির ব্যাপারটি নিয়ে অধ্যয়ন আরো প্রয়োজন।

গবেষকদের মাঝে একজন ওপেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যানের সাবেক অধ্যাপক কেভিন ম্যাককনয়ে বলেছেন, তাদের এই গবেষণাটি ছিল অনুসন্ধানমূলক এবং এটি নতুন অনুমান তৈরি করার লক্ষ্যে প্রভাব রাখবে।       ছবি: আলামি/পিএ / সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।