জগন্নাথপুর টাইমসবুধবার , ২৬ জুলাই ২০২৩, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময়

Jagannathpur Times BD
জুলাই ২৬, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান:
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে স্থানীয় মৎস্যচাষী, মৎস্যজীবি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, সাংবাদিক আব্দুল হাই প্রমূখ। এসময় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ রফিকুল ইসলাম,গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যচাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই স্থানীয় মৎস্যচাষী, মৎস্যজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মাইকিং এবং ব্যানার পেষ্ঠুন এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা করা হয়।  ২৫ জুলাই মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, ব্যানার পেষ্ঠুনসহ নৌ র‌্যালী, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র  প্রদর্শন।   ২৬ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ২৭ জুলাই মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান। ২৮ জুলাই মৎস্য সেক্টরে  বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র  প্রদর্শন। ২৯ জুলাই সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরন সামগ্রী বিতরন। ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।