জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশী কমিউনিটি ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

Jagannathpur Times BD
আগস্ট ৮, ২০২৩ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

বাংলাদেশী কমিউনিটি ইউকের নতুন কমিটির অভিষেক ও পিঠা মেলার আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি (বিবিসি) ইউকের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২৫ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের পামচ্রি বানকুউটিং হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পিঠা মেলার সম্পন্ন।

এতে কমিটির নব নির্বাচিত সভাপতি ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মিডিয়া ব্যাক্তিত্ব সেলিনা হায়দারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

এ সময় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নির্বাচিত সভাপতি সাবেক বিচারক ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, সহ সভাপতি সায়াদ জামান সম্রাট, মাহবুবুর রহমান ও শামীম আক্তার, সাধারণ সম্পাদক আহাদ খান এবং অর্থ বিষয়ক সম্পাদক নাজিউর চৌধুরী তানিম সহ মোট ৩১ সদস্যের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এম পি স্টিফেন টিমস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলার সায়মা আহমেদ, কাউন্সিলর ফইজুর রহমান, ব্যারিস্টার আনিস রায়হান ওবিই, থার্ড সেক্টর কনসালট্যান্ট বিধান গোস্বামী, মিডিয়া ব্যাক্তিত্ব রবিন হায়দার খান, সাংবাদিক তানভীর আহমেদ, ফরহাদ হোসেন, ব্যারিস্টার জাকিয়া সুলতানা, ব্যারিস্টার রবিউল্লাহ, অ্যাকাউন্ট্যান্ট রাব্বির হাসানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে অতিথি আপ্যাায়নে ছিলো সদস্যদের নিজ হাতে বানানো পিঠার বাহারি সমাহার। এর মধ্যে ছিল চিতই পিঠা, পাটিসাপটা, নকশী পিঠা, পাকন পিঠার লোভনীয় সমাহার।
পিঠার সামাহার দেখে মনে হচ্ছিলো যেন এক টুকরো বাংলাদেশ। রাত বাড়ার সাথে সাথে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়।

সব শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।