জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরের সৈয়দপুর ফাজিল মাদরাসার শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
আগস্ট ১০, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথপুরের সৈয়দপুর ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সম্মানিত  শিক্ষকবৃন্দের  বিদায়ী সংবর্ধনা ও আলিম ২০২৩ পরীক্ষার্থীদের  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ আগস্ট ২০২৩) সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রয়াত মাওলানা মনোয়ার আলম সহ অন্যান্যদের স্মরণে দোয়া  এবং মাওলানা রফিকুজ্জামান ও মাওলানা সৈয়দ সায়েফ উদ্দিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা এবং আলিম ২০২৩খ্রি. পরীক্ষার্থীদের দোয়া মাহফিল বিপুল সংখ্যক ছাত্র শিক্ষক অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন হলিয়ারপারা জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ মঈনুল ইসলাম পারভজ, বাংলাদেশ আওয়ামীলীগ, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ মোঃ রেজাউল করীম রিজু।

বক্তব্য রাখেন- সংবর্ধিত শিক্ষক মাওলানা রফিকুজ্জামান ও মাওলানা সৈয়দ সায়েফ উদ্দিন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সানাওর আলী,  বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাদরাসার সাবেক ছাত্র সৈয়দ হিলাল, সৈয়দ নাহিদ প্রমূখ।

সভা শেষে মাদরাসার গভর্ণিং বডি, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও পাঞ্জাবী, পাজামা, জায়নামাজ, তসবীহ ও আতর প্রদান করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।