জগন্নাথপুর টাইমসরবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সেরা বাংলাবিদ সিলেটের সামিরা চৌধুরী

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ পর্দা নামলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসবের। পাওয়া গেল এ আসরের সেরা বাংলাবিদকে।

গত শুক্রবার সন্ধ্যায় ৫ম বর্ষের মহোৎসব বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ আসরে বিজয়ী হয়েছে সিলেটের সামিরা মুকিত চৌধুরী। সে পেয়েছে ১০ লাখ টাকার মেধাবৃত্তি।

দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ হয়েছে ময়মনসিংহের মেয়ে অনুশ্রী বণিক ও ঢাকার মেয়ে মনামী জামান। তাদের পুরস্কার হিসেবে দেয়া হয়েছে যথাক্রমে ৩ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুভেচ্ছা বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, সবদিকে বাংলাবিদদের জয়জয়কার। আমি তাদের নিয়ে কিছু অনুষ্ঠান করেছি।

আমি অবাক হয়েছি তাদের জ্ঞান দেখে। বিজয়ীদের অভিনন্দন। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে আসছে চ্যানেল আই ও ইস্পাহানি।
এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং ত্রপা মজুমদার। মহোৎসবের চূড়ান্ত পর্বে অতিথি বিচারক হিসেবে অংশ নেন আফজাল হোসেন। পঞ্চম বর্ষের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য চূড়ান্ত লড়াইয়ে লড়েছে দেশসেরা ৬ বাংলাবিদ। তারা হলো- ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী এবং রাজশাহীর দীপায়ন সরকার। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন আফজাল হোসেন, গান করেছেন- সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। নৃত্য পরিবেশন করেছেন মেহজাবিন চৌধুরী। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।