জগন্নাথপুর টাইমসরবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছর রেকর্ডসংখ্যক অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

যুক্তরাজ্যে এখন অভিবাসন প্রশ্নে বেশ কড়াকড়ি চলছে। চলতি বছর রেকর্ডসংখ্যক অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছে ।

অভিবাসী সংখ্যা কমাতে চাইলেও বৈধ ও অবৈধপথে ব্রিটেনে পৌঁছানো ঠেকাতে পারছে না ব্রিটেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে- দুই দশকের মধ্যে চলতি বছর সর্বোচ্চসংখ্যক অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের জুনের শেষ নাগাদ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি। গত বছর একই সময় আবেদন পড়েছিল ১ লাখ ২২ হাজার ২১৩টি। ২০১০ সাল থেকে অভিবাসনপ্রত্যাশীদের রেকর্ড রাখা হচ্ছে। চলতি বছরের আবেদনের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

ব্রিটেনে একজন অভিবাসনপ্রত্যাশীর আবেদনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত আসতে কমপক্ষে ছয় মাস অপেক্ষা করতে হয়। সেখানে জুনের শেষ নাগাদ পর্যন্ত এমন অপেক্ষায় আছে ১ লাখ ৩৯ হাজার ৯৬১টি আবেদন। গত বছরের তুলনায় এটি ৫৭ শতাংশ বেশি।

গত বছরের শেষ নাগাদ আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসনের লক্ষ্য ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এ ছাড়া তিনি অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাগুলো ব্রিটেনের সীমানায় প্রবেশের আগেই প্রতিরোধের প্রত্যয়ও জানিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী সুনাক এ ঘোষণা দেন।

এর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমাসে গড়ে ২ হাজার ৬১টি আবেদনের নিষ্পত্তি করছে। এখনো ৬৭ হাজার ৮৭০টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লক্ষ্যপূরণ করতে হলে প্রতিমাসে ১১ হাজার ৩১১টি আবেদন নিষ্পত্তি করতে হবে।

 

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের জুনে শেষ হওয়া হিসাব বছরে ৭৮ হাজার ৭৬৮টি শরণার্থী আশ্রয়ের আবেদন পড়েছে। আবেদনের বিপরীতে লোকের সংখ্যা ৯৭ হাজার ৩৯০।      গত বছরের তুলনায় এটি ১৯ শতাংশ বেশি, আর দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

এর মধ্যে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের মধ্যে সর্বোচ্চসংখ্যক রয়েছেন আলবেনিয়ার নাগরিকরা। এই দেশের নাগরিকদের কাছ থেকে ১১ হাজার ৭৯০টি আবেদন পড়েছে, যাদের মধ্যে ৭ হাজার ৫৫৭ জন এসেছেন নৌকায়।

দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন আফগানিস্তানের নাগরিকরা। আফগানদের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৬৪টি। এর আগের ১২ মাসের তুলনায় এটি দ্বিগুণ।

এর পরই আছে যথাক্রমে ইরানি ৭ হাজার ৭৭৬, ভারতীয় ৪ হাজার ৪০৩, বাংলাদেশি ৩ হাজার ৬২২, ইরাকি ৩ হাজার ৪৭২ জন এবং সিরীয় ৩ হাজার ৪২২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেছেন। এই সপ্তাহের বুধবারও ৩৪৫ জন চ্যানেল পাড়ি দিয়েছেন বলে জানা যায়।  ছবি সংগ্রহ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।