জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অটুট রেখেছে – রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও বাংলাদেশ তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অটুট রেখেছে।’

বৃহস্পতিবার ( ০৭ সেপ্টেম্বর ২৩) রাতে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী নিয়ে চাপ দেওয়া ও নাক গলানো হলে সংকটের সমাধান হবে না।’

দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে  বৃহস্পতিবার সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফরে এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইন্দোনেশিয়ার জার্কাতা থেকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটি রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে সের্গেই ল্যাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানেই দুই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক হয়।

শুক্রবার সকালে শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।

এর আগে ঢাকায় ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে ২০২২ সালের নভেম্বরের শেষ দিকে ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করে মস্কো।

সূত্র জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা নিষ্পত্তি হয়নি। আবার কিছু চুক্তি ও সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো নিয়েই বৈঠকে আলোচনা হবে।

রাশিয়ার পক্ষ থেকে কোনো সম্ভাবনাময় প্রস্তাব থাকলে, তাতে তাৎক্ষণিক দুই দেশের সম্মতিপত্র সই হতে পারে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রাধিকার বিষয়গুলোসহ বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনার টেবিলে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।