জগন্নাথপুর টাইমসরবিবার , ২৯ অক্টোবর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে, লন্ডনে প্রস্তুতি সভা

Jagannathpur Times BD
অক্টোবর ২৯, ২০২৩ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ  :

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে বর্হিবিশ্বে অবস্থানরত শাহবাজপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর রাত ৮ টায় পূর্ব লন্ডনের পূর্ব লন্ডনের ল’মাটিক সলিসিটর্স ফার্মে এই সভার আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের ৭৪ ব্যাচের প্রাক্তন ছাত্র ফারুক আহমদ তাপাদারের সভাপতিত্বে ও প্ল্যাটিনাম জুবিলি বর্হিবিশ্বে উদযাপন কমিটির আহবায়ক ব্যারিষ্টার মো. সালাহ উদ্দিন সুমন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র ও সিনিয়র শিক্ষক আহমদ জুবায়ের লিটন। তিনি সুবর্ণ জয়ন্তী উদযাপন ও প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৭৪ ব্যাচের প্রাক্তন ছাত্র মিজানুর রহমান (আব্দুল মালেক) এবং আশির দশকের প্রাক্তন ছাত্র মো. সোহরাব হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সোহরাব হোসেন, বদর হোসাইন, বদরুল ইসলাম, সলিসিটর নাছির উদ্দীন, মোহাম্মদ রহিম, ফখরুল ইসলাম, সালাহ উদ্দিন সেলু, মহি উদ্দিন তাপাদার সুহেল, মতিউর রহমান, মোঃ ইকবাল হোসেন, মুহিবুর রহমান, এবাদুর রহমান, আব্দুল মুনিম খাঁন,মোঃ তাজুল ইসলাম, সারজাদ হোসেন শুভ, শাহিন আহমদ, আব্দুল হামিদ, মাহির উদ্দিন, ফখরুল ইসলাম, দুলন আহমদ,আলতাফ হোসাইন, রুবেল ইসলাম, মুহিবুর রহমান, সাহেদ হোসাইন প্রমুখ।

এতে স্কুলের প্রাক্তন ছাত্ররা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আছদ্দর আলীর সুস্থতা কামনা করেন ও তাঁর অবদানের কথা স্বীকার করেন।

বক্তারা বলেন, স্কুলের শিক্ষকদের অসামান্য অবদানে আজ আমরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি। শাহবাজপুর স্কুলের ছাত্র-বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশে ব্যবসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছেন। বক্তারা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সকলে স্বতঃস্ফূর্তভাবে স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে সফল করতে অর্থ ও ফরম পূরণ করার মাধ্যমে সাবেক সকল ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করবেন বলে একমত হন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।