জগন্নাথপুর টাইমসশনিবার , ৪ নভেম্বর ২০২৩, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

Jagannathpur Times BD
নভেম্বর ৪, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতাঃ

‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর, ২০২৩) সকালে এ উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে  র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। জেলা প্রশাসক দেবী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল মনসুর, জেলা সমবায় কর্মকর্তা আাব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান ও হাসনা হেনা।

অনুষ্ঠানে জানানো হয়, হবিগঞ্জ জেলায় এক হাজার ১৭৩টি সমবায় সমিতি রয়েছে। জেলার মোট সমবায়ী এক লাখ দুই হাজার ৬৬৮ জন। সমবায় সমিতির মাধ্যমে সৃষ্টি হয়েছে বহু কর্মসংস্থান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।