জগন্নাথপুর টাইমসসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট নাসির উদ্দিন বড়লেখায় সংবর্ধিত

Jagannathpur Times BD
ডিসেম্বর ২৫, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

বড়লেখা সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় লন্ডনের মেরি ডি লুইস সলিসিটরস’র পার্টনার প্রবাসী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বদেশে আগমন উপলক্ষে শাহবাজপুর সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত আটটায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এ উপলক্ষে সুরমা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খানসচেতন নাগরিক পরিষদের আহ্বায়ক শিক্ষক রুহেল আহমদ, ইংল্যান্ড প্রবাসী মো. আব্দুল আজিজ, ব্যবসায়ী হাজী আজির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন শাহবাজপুর এলাকার কৃতি সন্তান। তিনি আমাদের এলাকার গর্ব। তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহের পাশাপাাশি মানুষের সেবা করে যাচ্ছেন। যে কারও কোনো বিপদে-আপদে তিনি হাত বাড়ান, পাশে দাঁড়ান। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করবেন। এলাকার কল্যাণে কাজ করবেন বলে বক্তারা আশা প্রকাশ করে তাঁর উত্তোরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।