জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ষ্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসা নির্ভরশীল স্ত্রী শিউলী হত্যা, খুনী গ্রেফতার

Jagannathpur Times BD
এপ্রিল ১১, ২০২৪ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

 

সদ্য আসা বাংলাদেশী পরিবারগুলোতে ক্রমবর্ধমান দাম্পত্য কলহের মূল কারণ হলো আর্থিক অনটন; দেশ থেকে আসার পর স্বপ্নের ব্রিটেনের সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ফারাক। এ কারণে প্রতিদিন কমিউনিটির কোথাও না কোথাও দাম্পত্য কলহ থেকে গুরুতর সংঘাতের খবর পাওয়া যায়। সম্প্রতি ধারণা করা হচ্ছে এ রকম একটি ঘটনার সূত্রপাত হয়েছে ব্রিটেনে ।

ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত অন্যতম শহর ব্রাডফোর্ডে নিজ শিশুসন্তানের সামনেই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কুলসুমা আক্তার শিউলী নামে এক বাংলাদেশি নারী।

ব্রাডফোর্ডের নিকটবর্তী শহর ওল্ডহামে বসবাসকারী নিহত শিউলীর ভাই আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, গত শনিবার (৬ এপ্রিল ২০২৪) লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটায় ৫ মাস বয়সী শিশুপুত্রের সামনেই শিউলিকে ছুরিকাঘাত করেন স্বামী হাবিবুর রহমান মাসুম। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক ছিলেন,  পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে ।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মাসুম দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে ষ্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসেন। আর স্ত্রী শিউলী আসেন মাসুমের নির্ভরশীল হিসেবে। এ দম্পতি শুরুতে থাকতেন ওল্ডহাম এলাকায়। তাদের পারিবারিক কলহ শুরু হলে এক পর্যায়ে তা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশ শিউলীকে স্যোশাল সার্ভিসের মাধ্যমে আগের বসবাসস্থল থেকে সরিয়ে ব্রাডফোর্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করে। কিন্তু স্বামী মাসুম পুলিশের নিষেধ উপেক্ষা করে শিউলীর গতিবিধি নজরদারী শুরু করেন।

ঘটনার দিন ইফতারের আগে শিউলী তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাসুম শিউলীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তৎক্ষণাৎ শিউলী মৃত্যুমুখে ঢলে পড়েন।

এদিকে জানা গেছে নিহত শিউলীর আক্তারের হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।