জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১২ এপ্রিল ২০২৪, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আফসার উদ্দিনের মৃত্যুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ

Jagannathpur Times BD
এপ্রিল ১২, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

শিক্ষাবিদ, কমিউনিটি একটিভিস্ট ও গণমাধ্যমকর্মী সৈয়দ আফসার উদ্দিন এমবিই এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও কোষাধ্যক্ষ এস কে এম আশরাফুল হুদা।

এক শোক বার্তায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক, শিক্ষক, সমাজ-সংস্কৃতিকর্মী সৈয়দ আফসার উদ্দিন দীর্ঘদিন যুক্তরাজ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও ও ভয়েস অফ আমেরিকা রেডিও লন্ডন’র সাংবাদিক হিসাবে কাজ করেছেন।

২৫ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ব্রিটেনের মূলধারার স্কুল ও কলেজের কারিক্যুলামে বাংলা ভাষা শিক্ষা বহাল রাখার জন্যে ১৯৯৩ সাল থেকে আন্দোলন করেছেন।

সৈয়দ আফসার উদ্দিন চ্যানেল এস-এর সিনিয়র সংবাদ পাঠক হিসেবে কর্মরত ছিলেন।

 

উল্লেখ্য বৃহস্পতিবার দিবাগত রাত (১২ এপ্রিল ২০২৪) লন্ডন সময় শুক্রবার রাত ২.৩০ মিনিটে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন — শিক্ষক, সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন এমবিই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এদিকে শেষবারের মতো দেখতে সহকর্মী ও জনসাধারণের জন্য ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত ব্রিকলেইন জামে মসজিদে মরহুমের দেহাবশেষ রাখা হবে।

ঐদিন সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের নামাজে জানাজা শনিবার (১৩ এপ্রিল) ইস্টলন্ডন মসজিদে বাদ জোহর (১টা ৩০ মিনিটের পর) ৮২-৯২ হোয়াইটচ্যাপল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে কিউ ঠিকানায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে গার্ডেন অফ পিসে চিরনিদ্রায় সমাহিত করা হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।