এস কে এম আশরাফুল হুদা :
এ বছরও ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৫’ শীর্ষক র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)।
এতে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশ্ব সেরা শহর হয়েছে লন্ডন।
লন্ডন চার বছর ধরেই এই তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ১৫০টি বিশ্বসেরা শহরের তালিকায় উচ্চশিক্ষার শ্রেণিতে ঢাকা আছে ১৪১তম অবস্থানে।
গত ১৮ জুন ২০২৪, মঙ্গলবার ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস-২০২৫’ র্যাঙ্কিংটি প্রকাশ করা হয়।
২০২৫ সালের র্যাঙ্কিংয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। আর তৃতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়ার সিউল।
সেরা দশে আছে যথাক্রমে জার্মানির মিউনিখ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অস্ট্রেলিয়ার সিডনি, ফ্রান্সের প্যারিস, সুইজারল্যান্ডের জুরিখ, জার্মানির বার্লিন ও কানাডার মন্ট্রিল।
২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। ছয়টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র্যাঙ্কিং প্রকাশ করে। এগুলো হলো ইউনিভার্সিটি র্যাঙ্কিংস; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এমপ্লয়ার অ্যাকটিভিটি, এফোর্ডেবিলিটি ও স্টুডেন্ট ভয়েস। ছবি – সংগ্রহ