জগন্নাথপুর টাইমসবুধবার , ১৭ জুলাই ২০২৪, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০ টি পরিবার পেল নগদ অর্থ সহায়তা

Jagannathpur Times Uk
জুলাই ১৭, ২০২৪ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

ওসমানীনগরে প্রায় ১১ বছর ধরে গরীব অসহায় হতদরিদ্র মানুষের  কথা চিন্তা করে ২০১৩ সাল থেকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে নামে স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের একঝাঁক প্রবাসী। শিক্ষা, স্বাস্থ্য, ঘর-বাড়ি সংস্কার, খাদ্র্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগীতাসহ  নানা উন্নয়নমূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের সদস্যরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বুরুঙ্গা বাজারে একটি কমিউনিটি সেন্টারে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত  মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০ টি পরিবারের   মাঝে নগদ ২  হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার  সভাপতি  আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  কাজী খলিলুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক  মাজহারুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় ফাউন্ডেশনের নতুন কমিটিকে অভিনন্দন ও  ইউকে শাখার  অফিস সম্পাদক  জুবের চৌধুরীর সুস্থতা কামনা করে  বক্তারা বলেন,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে  দেশে-বিদেশে অবস্থানরত সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের  প্রাবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ আরাম আয়েশে ব্যয় না করে এলাকার মানুষের দুর্দিনে  তাদের পাশে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  দ্বিপংকর দেব শিবু, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক  নূরুল হক আদম আলী, বাংলাদেশ শাখার বর্তমান সহ-সভাপতি  সোলেমান আলী, ফজলু মিয়া, রিতা চক্রবর্তী, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, সদস্য মাষ্টার লেবু মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাবিল আহমদ।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।