জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে কমিউনিটি এক্টিভিস্ট সাজ্জাদুর রহমান সংবর্ধিত

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

মাছুম জামান :

যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে ফররত বিশিষ্ট সমাজসেবী, নূতন বাজার হাই স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন পরিষদ (প্রবাসী) আহবায়ক কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্টের জালালাবাদ সোসাইটি বাফেল ইন্কের প্রতিষ্টাকালীন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ট্রেজারার, শাপলা রুরাল ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এর সম্মানে যুক্তরাজ্য আগমন উপলক্ষ্যে ছাতক উপজেলাবাসী কতৃক এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) বিকালে পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে কমিউনিটি নেতা হাজী আইয়ুব আলী খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।

এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট লন্ডনের স্পিকার সাইফ উদ্দিন খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস এর সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, সাবেক স্পিকার আহবাব আহমেদ, কাউন্সিলর ইকবাল হোসেন, কমিউনিটি নেতা সৈয়দ আবুল কাশেম, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর লিলু মিয়া তালুকদার, কমিউনিটি নেতা আলতাফুর রহমান মুজাহিদ, সানাওর আলী কয়েস, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আনিসুজ্জামান আজাদ।

সভায় বক্তব্য রাখেন গোবিন্দগন্জ সৈদেরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, কমিউনিটি নেতা আওলাদ আলী রেজা, আমীর আলী, শরিফ উল্লাহ তালুকদার, মোঃ আব্দুল মতিন, মুজিবুর রহমান বাহার, মাছুম জামান, হেলাল আহমেদ, আবু হেলাল, আলীম উদ্দিন, সাইফুল ইসলাম সুফিয়ান, মুহেল রহমান প্রমুখ।

সংবর্ধিত অতিথি উপস্থিত সবাই কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনারা আমাকে যে সম্মান প্রদর্শন করলেন তা অভূতপূর্ব আমি আপনাদের ভালোবাসার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।

প্রধান অতিথি সভায় উপস্থিতি দেখে সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করেন ও সবাই কে ধন্যবাদ জানান।

সভার শেষে উপস্থিত সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।