জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩, ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শাওয়াল মাসের ছয় রোজার বিশেষ মর্যাদা

Jagannathpur Times BD
এপ্রিল ২৭, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম ডেস্কঃ

শাওয়ালের ৬টি রোজা রাখলে সারাবছর রোজা রাখার সওয়াব পাবে। রমজানের ফরজ রোজার পর শাওয়াল মাসের ছয় রোজার বিশেষ মর্যাদা রয়েছে।

হাদিসে বর্ণিত হয়েছে, হজরত উবাইদুল্লাহ (রা.) বলেন, একদিন রাসুল (স.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আমি কি সারা বছর রোজা রাখতে পারব? তখন রাসুল (স.) বললেন, তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে। তাই সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখো। তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। (তিরমিজি ১৫৩৪)

অপর হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (স.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল। (মিশকাত ১৭৯)

রমজানের ত্রিশ এবং শাওয়ালের ছয় রোজা রাখার দ্বারা সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়- বিষয়টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কেউ নেক কাজ করলে মহান আল্লাহ তার প্রতিদান দশগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, কেউ কোন সৎকাজ করলে সে তার দশ গুণ পাবে। (সুরা আনআম ১৬০)

এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, রমজানের রোজা দশ মাস রোজা রাখার সমতুল্য আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের সমতুল্য। এই হলো মোট এক বছরের রোজা। (নাসায়ি ২৮৬০)

এই বিষয়টির বিশ্লেষণ হলো, রমজানের ৩০ দিন আর শাওয়ালের ৬ দিন মিলে মোট রোজা হয় ৩৬ দিন। ৩৬ এর দশ গুণ হলো ৩৬০ দিন। আরবি দিনপঞ্জির হিসাবে ৩৬০ দিনে এক বছর পূর্ণ হয়।

শাওয়ালের ছয় রোজা রাখা যাবে ঈদুল ফিতরের দিন ব্যতীত মাসের অন্য যেকোনো দিনে। এই ৬ রোজা একনাগাড়ে রাখা উত্তম। তবে সুবিধামতো দুয়েকদিন বিরতি দিয়েও রাখা যাবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।