জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৬ মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পূর্বলন্ডনের ব্রিকলেনে কবি ও কবিতায় উচ্চারিত আলোকসন্ধ্যা

Jagannathpur Times Uk
মে ১৬, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

পূর্বলন্ডনের ব্রিকলেনে শিকড় সাহিত্য পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে কবি ও কবিতার সম্মিলনে অনুষ্ঠিত হলো এক অসাধারণ কবিতা সন্ধ্যা।

পূর্বলন্ডনের বুকে সাহিত্য যখন উষ্ণ নিঃশ্বাস ফেলে, তখন বোঝা যায় শিকড় এখনও জীবন্ত, প্রাসঙ্গিক এবং প্রত্যয়দীপ্ত। দীর্ঘ ২৫ বছরের সাহিত্যচর্চার গৌরবময় পথ অতিক্রম করে শিকড় সাহিত্য পত্রিকা আজ শুধুমাত্র একটি প্রকাশনা নয় এটি এক প্রাণবন্ত সাহিত্যিক আন্দোলনের নাম, যা বাংলাভাষার মর্যাদা, আবেগ এবং শক্তিকে বিলেতের মাটিতে প্রতিষ্ঠা করেছে।

যদিও সময়ের ব্যস্ততায় শিকড় তার রজতজয়ন্তী ঠিক সময়মতো উদযাপন করতে পারেনি, তবুও সাহিত্যপ্রেমী পাঠক ও লেখকদের প্রতি দায়বদ্ধতা থেকে শুরু হয়েছে বছরব্যাপী নানা আয়োজনে রজতজয়ন্তী পালনের প্রয়াস। বিলেতে সেই ধারাবাহিক আয়োজনের দীপ্ত অধ্যায় রচিত হলো গত ১৪ মে, বুধবার সন্ধ্যায়, পূর্বলন্ডনের ঐতিহাসিক বাংলা টাউনে অবস্থিত দর্পণ বুকক্লাবে।

আয়োজনটি আয়োজন করে শিকড় সাহিত্য ও গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি, দুইটি সাহিত্যপ্রতিষ্ঠান যাদের লক্ষ্য কবিতাকে বাংলাভাষাভাষি কবিদের সাথে বিশ্ব সাহিত্যের সাথে চিরায়ত ও সমকালীন কণ্ঠের সম্মিলন ঘটানো।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিকড় সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও কবি ফারুক আহমেদ রনি। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই মহারথী, বাংলা সাহিত্যজগতের সম্মানিত কবি ও গল্পকার শামীম আজাদ এবং ইংরেজি সাহিত্যের প্রাজ্ঞ কণ্ঠ কবি স্টিফেন ওয়াটস।

অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে আবেগময় উপস্থাপনায় সঞ্চালনা করেন কবি কাবেরী মুখার্জী।

বিলেতের প্রবাসী বাঙালি কবি ও ইংরেজি সাহিত্যজগতের একঝাঁক কবিরা একত্রিত হয়ে তাঁদের কবিতার মাধ্যমে সময়, স্মৃতি, সমাজ ও স্বপ্নকে ছুঁয়ে গেলেন।

কবিতা পাঠ করেন যথাক্রমে কবি শামীম আজাদ, গোলাম কবির, আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মনি, দিলু নাসের, মাশুক ইবনে আনিস, স্টিফেন ওয়াটস, ডেভিড লি মর্গান, জন স্নেলিং, জেনিফার জনসন, ইকবাল হোসেন বুলবুল, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, মোসাইদ খান, আজিজুল আম্বিয়া, একেএম আব্দুল্লাহ, ফয়জুর রহমান ফয়েজ, কাবেরী মুখার্জী, উদয় শংকর দুর্জয়, ধনঞ্জয় পাল, নীলা নিকি খান, হাফসা ইসলাম, দিলরুবা ইয়াসমিন, বদরুল চৌধুরী, নাজিম উদ্দিন, সাদিকা সিদ্দিক, সালমা বেগম, তাসনিয়া আহমেদ রূপন্তি।

আবৃতিকার স্মৃতি আজাদ ও সায়মন ক্যাম্পসন পরিবেশন করেন কবি ফারুক আহমেদ রনির ইংরেজি ও বাংলা দুটি কবিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বহু গুণী সাহিত্যিক ও শিল্পমনা শ্রোতা। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় দর্পণ বুকক্লাবের লেখক ও সাংবাদিক রহমত আলীকে, যাঁর সহযোগিতা ও দর্পণ বুকক্লাবে অনুষ্ঠানটি আয়োজন করার সুযোগ করে দেয়াতে ।

শিকড়ের যাত্রা ও দর্শন:
১৯৯৮ সালে একঝাঁক নিবেদিতপ্রাণ সাহিত্যকর্মী ও তরুণ কবিদের হাত ধরে যাত্রা শুরু করে “শিকড়”। সময়ের বাঁকে বাঁকে শিকড় হয়ে উঠেছে একটি বৈশ্বিক সাহিত্যিক প্ল্যাটফর্ম, সাথে সাথে শিকড়েরই বহুভাষী সাহিত্য প্রতিষ্ঠান গ্লোবাল পোয়েট এন্ড পোয়েট্রি, যেখানে স্থান পেয়েছে কবিতা, গল্প, গবেষণা, অনুবাদ ও শিল্পভাবনার নিবেদিত প্রকাশ। প্রবাসী লেখকদের স্বর ও স্বপ্নকে যুক্ত করেছে মূলধারার সাহিত্যের সঙ্গে। শিকড়ের বৈশিষ্ট্য তার অন্তর্ভুক্তিমূলকতা যেখানে নবীন ও প্রবীণের কবিতাস্বর একত্রে ধ্বনিত হয়।

শুধু পত্রিকা প্রকাশ নয়, শিকড় নিয়মিত আয়োজন করে সাহিত্যসভা, পাঠচক্র, বইমেলা, অনলাইন সাহিত্য আড্ডা ও আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি বহুভাষিক সাহিত্যের সংলাপ তৈরিতে শিকড় রয়েছে নিবেদিত।
শিকড় তার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি এই লন্ডন, ঢাকা ও কলকাতায় এই বছরেই আয়োজন করা হচ্ছে বিশেষ সাহিত্য সম্মেলন।
আমাদের প্রত্যাশা, এই সাহিত্যপ্রতিষ্ঠান আরও বিস্তৃত হোক, আরও গভীর হোক তার শেকড়, এবং ছড়িয়ে পড়ুক বিশ্বসাহিত্যের দিগন্তে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।