জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ মার্চ ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শত শিশুশিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গানটি গাইবেন শিল্পী পার্থ ও নিশিতা

Jagannathpur Times BD
মার্চ ২৫, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক :

শত শিশুশিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গানটি গাইবেন জনপ্রিয় দুই শিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। গত ২৪ মার্চ আর স্টুডিওতে শত শিশুশিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছে ঐতিহাসিক ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি।

কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর করেছিলেন আনোয়ার পারভেজ। স্বাধীনতা দিবস উপলক্ষে জয় বাংলা গানটি নতুনভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন গায়ক ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া নিজেই।

বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে গানটি তৈরি হয়েছে। গানটির সার্বিক দায়িত্বে রয়েছেন গীতিকার আশরাফ বাবু।

শত শিশুশিল্পীকে নিয়ে গানটির রেকর্ডিংয়ের একটি মুহূর্তের ভিডিও ফেসবুকে শেয়ার করেন পার্থ বড়ুয়া। শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুর কণ্ঠে জয় বাংলা গানটি করার পরিকল্পনা করেছিলাম। আমাদের আয়োজনটি সত্যিই ভালো হয়েছে।’

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।