জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ মার্চ ২০২৩, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কোরআন হাতে শপথ নিলেন নিউ জার্সির প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ

Jagannathpur Times BD
মার্চ ২৫, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র :
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সর্বোচ্চ আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন নাদিয়া কাহাফ এবং কোরআন হাতে শপথ নিলেন নিউ জার্সির প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ ।
গত বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেছেন তিনি। তিনি নিউ জার্সির প্যাসাইক কাউন্টিতে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ওয়েন এলাকার পারিবারিক আইন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।এক বছর আগে নিউ জার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি ১৫ জনকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। এরপর গত ২৮ ফেব্রুয়ারি কাহাফসহ তাঁদের নিয়োগে ভোট দেয় নিউ জার্সি সিনেট। কাহাফ প্যাসাইক কাউন্টির প্রথম মুসলিম নারী বিচারক না হলেও তিনিই প্রথম হিজাব পরে এই দায়িত্ব পালন করছেন।
এদিকে এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরো দুজন মুসলিম নারী বিচারক হিসেবে কাজ করছেন। এর আগে ২০২২ সালের জুনে আরিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক হিসেবে ইতিহাস তৈরি করেন। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরীও আছেন। তিনি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী হতে পারেন। সূত্র : আনাদোলু এজেন্সি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।