জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ মার্চ ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

২৮ মার্চ থেকে ২৪ দিনের আন্দোলনের কর্মসূচি দিয়েছে বিএনপি

Jagannathpur Times BD
মার্চ ২৫, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা :আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৪ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।শুক্রবার (২৪ মার্চ, ২০২৩) রাজধানী ঢাকার ইস্কাটনে লেডিজ ক্লাবে প্রথম রোজায় বিএনপি আয়োজিত এতিম ও উলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১ এপ্রিল শনিবার দেশের সব মহানগর ও জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি হবে। একই দাবিতে ৮ এপ্রিল শনিবার দেশের সব মহানগরের থানা ও উপজেলা পর্যায়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি হবে।এ ছাড়া ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব ইউনিয়নে ১০ দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’ নিয়ে প্রচারপত্র বিলি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।বিএনপি মহাসচিব জানান, ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগ, ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগ, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগ, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগ এবং ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি হবে।

বিএনপি মহাসচিব বলেন, ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের সব জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল আরো বলেন, দেশে মানুষ খুব কষ্টে দিন যাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রয়োজনীয় খাবার খেতে পারছে না।ইফতারে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ও সদস্যসচিব নজরুল ইসলাম তালুকদার প্রমুখ নেতারা ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।