জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৭ জুন ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বার্লিনে অলিম্পিক ৩৩টি পদক জেতা বাংলাদেশের দলকে সংবর্ধনা

Jagannathpur Times BD
জুন ২৭, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসের নানা ইভেন্টে অসাধারণ নৈপুণ্যে ৩৩টি পদক জিতে অনন্য কীর্তি গড়েছে বাংলাদেশ দল।

সব মিলিয়ে দলগত ও মিশ্র ইভেন্টে মোট ২৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশকে গর্বিত করেছে বার্লিনের আন্তর্জাতিক এই গেমসে অংশগ্রহণ করা বিশেষ চাহিদাসম্পন্ন এই দলটি। তাদের এমন কীর্তিতে বার্লিনের একটি হোটেলের মিলনায়তনে নৈশভোজ ও সংবর্ধনা সভার আয়োজন করে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১৩ জনের সবাইকে সংবর্ধিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

এসময় তিনি প্রতিটা সদস্যদের দেশ ও ব্যাক্তিগত অর্জনে সম্মান জানানোর পাশাপাশি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।

 

সংবর্ধনা সভায় বোচে, সাঁতার, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনসহ বাস্কেটবলের প্রায় সব প্রতিযোগীরাই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

দূতাবাসের এমন আয়োজনে রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডেলিগেশন প্রধান ড. নুরুল আলম। সহযোগিতা চান দেশের সকল বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য একটি বিশেষ ট্রেনিং সেন্টার তৈরিরও। সংবর্ধনা সভায় বাংলাদেশ টিমের কর্মকর্তারা ছাড়াও বার্লিনের দূতাবাসের প্রথম সচিব  তৌহিদ ইমাম বিশিষ্ট ব্যাবসায়ী মো. শাহ আলমসহ আর অনেকে উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।