জগন্নাথপুর টাইমসবুধবার , ২৬ জুলাই ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Jagannathpur Times BD
জুলাই ২৬, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ থেকে :

বিভিন্ন জাতিগোষ্ঠির সমন্বয়ে সকল ধর্মবর্ণ মানুষের জন্য সম-
নাগরিকত্ব বিষয়ক সাতটি উদ্দেশ্যে শীর্ষক সুনামগঞ্জে সেমিনার
অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ
ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সদর উপজেলার বিআরডিবির
হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর
সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল ভট্রাচার্য্যর সভাপতিত্বে ও
আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকারের
সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা
সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার বিজিত
রঞ্জন কর, পৌরসভার প্যানের মেয়র আহমদ নুর, উপজেলা পরিষদ জামে
মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, সুনামগঞ্জ জেলা
সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা
প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, পদ্মার নির্বাহী পরিচালক ও এনজিও
সংস্থা এডাব সুনামগঞ্জ শাখার সহ-সভাপতি মো. সাজ্জাদুর রহমান,
পুরোহিত ধর্মীয় নেতা মিঠুন চক্রবর্তী, মৎস্যজীবি প্রতিনিধি
মো. দারু মিয়া,সুশীল সমাজের প্রতিনিধি মো. ওবায়দুল হক মিলন,
রিজু মিয়া, নারী প্রতিনিধি মাহিন চৌধুরী,প্রতিবন্ধী ব্যক্তি
সুধীর দাস, প্রতিবন্ধী নারী পপি দাস,অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ
দত্ত,শিক্ষক আব্দুল কাদির, শিক্ষিকা মোছা. রওশনারা খাতুন, হতদর্রিদ ব্যক্তি
সিদ্দিক মিয়া, দলিতসমাজের প্রতিনিধি অলেক মিয়া, ছাত্র নিহাজ,
ছাত্রী সানজিদা সরকার, চলন্তিকার নির্বাহী পরিচালক মোছা.
জোৎস্না আক্তার ও এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার
মোহাম্মদ শাহিনুর বলেছেন,সম-নাগরিকত্ব কি তা জানা,বুঝা এবং
উপলদ্ধি করা,নাগরিকের সাংবিধানিক অধিকার সম্পর্কে অবহিত হওয়া,
নাগরিক অধিকার রক্ষায় সচেতন আচরণ করা,নাগরিক অধিকার রক্ষায়
সকলৈ ক্ষেত্রে যথোপযুক্ত কার্যক্রম গ্রহন করা, নাগরিক অধিকার

প্রাপ্তিতে সকল নাগরিকের প্রবেশগম্যতা নিশ্চিত করা, সকল নাগরিকের
সমমর্যাদা ও নিরাপত্তা সমুন্নত রাখা এবং সমনাগরিকত্ব বিষয়ে
সরকারী, বেসরকারী বিভিন্ন মহলকে কার্যক্রম গ্রহনে উদ্বুদ্ধ করা। এতে
ধর্ম,লিঙ্গ, জাতি, অর্থনৈতিক অবস্থা, বাসস্থান, ইত্যাদি
নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে মানুষ হিসেবে সমানভাবে দেখা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থানী
হানাদার বাহিনীর কবল থেকে এই দেশটিকে স্বাধীন করতে যখন ১৯৭১
সালে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন । তখন প্রতিটি ধর্মবর্ণ ও
জাতিগোষ্ঠির মানুষজন তাদের পরিচয় ছিল বাঙ্গালী সেই আলোকেই
সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে
ত্রিশলাখ শহীদ ও দু’লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের
লালসবুজের পতাকার এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটি। এইসংখ্যা
গুরু আর কেহ সংখ্যালঘু নয় আমরা সবাই বাঙ্গালী এই দেশটা আমাদের
সকলের। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ
থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। বিশে^ বাংলাদেশ আজ
একটি উন্নত ও সমৃদ্ধ সুখী দেশে পরিণত হওয়ায় বিশে^র পরাশক্তি
দেশগুলো শেখর হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে অনুসরণ এবং
অনুকরণ করছেন। তিনি সুনামগেঞ্জ তার কর্মস্থলে যোগদানের পর বাসার
কাজের জন্য একজন হিন্দু মহিলাকে নিয়োগ দেয়ায়ে কেহ কেহ
সমালোচনা করলে ও তিনি প্রতিটি ধর্মের মানুষকে দেশের একজন
সুনাগরিক হিসেবে দেখেই তিনি এই হিন্দু মহিলাকে বাসায় নিয়ে
আসেন। কে কি বলল সেটা বিবেচনায় না নিয়ে অসাম্প্রদায়িকতার
চেতনায় বিশ^াসী নিজেকে দাবী করেই মানুষকে মানুষ মনে করেই
সেই কাজটি করেছেন বলে উল্লেখ করেন তিনি। এই সমস্ত
প্রতিবন্ধকতাকে অভারকাম করে প্রতিটি ধর্মের মানুষ একে অন্যের
পরিপূরক,সহযোদ্ধা ভাইবোন মনে করেই দেশকে সামনের দিকে এগিয়ে
নিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।