জগন্নাথপুর টাইমসশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বুনন ও বইকথার উদ্যোগে শরতের পদাবলী’ কবিতাআসর সম্পন্ন

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট :

ছোটো কাগজ বুনন ও বইকথা’র যৌথ উদ্যোগে সিলেট নগরে শরতের পদাবলী’ শিরোনামে কবিতাপাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার ( ২ সেপ্টেম্বর ২০২৩) সিলেটের জিন্দাবাজারের নজরুল একাডেমিতে ‘শরতের পদাবলী’ শিরোনামে কবিতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করে ছোটোকাগজ বুনন ও বইকথা ।

ঋতু বৈচিত্র্যময় এই বাংলায় শরতের আকাশে শাদা মেঘের খেলায় ভেসে কবি যেন তার বাণী পৌঁছে দিতে চান মন মানুষের কাছে। পঙক্তিতে পঙক্তিতে কত আবেগ, দ্রোহ ও হাহাকার সবই যেন মিলে মিশে একাকার। এমনই উপলব্ধি উপস্থিত কবিদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো।

বইকথা সম্পাদক গল্পকার শামসুল কিবরিয়ার সঞ্চালনায় কবিতাপাঠের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও লেখক শিরীন ওসমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন।

কবিতাপাঠ করেন কবি সুমন বণিক, মোহাম্মদ বিলাল উদ্দীন, আল-আমিন, মামুন সুলতান, জীম হামযাহ, রাজেশ কান্তি দাশ, অসীম চন্দ্র পাল, ওবায়দুল মুন্সী, প্রশান্ত লিটন,আবদুল মুমিন মামুন, চন্দ্রশেখর দেব, বাদশা গাজী, জসিম আল ফাহিম, তাসলিমা খানম বিথী, সৈয়দ মুক্তদা হামিদসহ আরও অনেকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।