জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শেখ আখতারুজ্জামান এর কবিতা -মানসিক বয়স

Jagannathpur Times BD
মার্চ ২৮, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মানসিক বয়স
শেখ আখতারুজ্জামান
::
বসবাসে বিশ্বাস থাকাটা জরুরী ,
তা অম্ল-মধুর হতেই পারে,
অভিমান  স্বাভাবিক,
বিরাগ বিপদজনক ।
বৈরাগী বাতাসে ঋষিকেশ পুড়ছে,
মনের গহীনে নিঃশব্দ বনসাই ।
নীলাম্বরী আকাশে চৈত্রের দাবদাহ
জমিনতো নয়, পদে- পদে চুরাবালি ।

যাই হোক দেবদারু দাঁড়িয়ে আছে যদিও
খরা জড়ায় ক্ষীণকায় ।
কৃষ্ণপক্কে পথের খুঁজে কোথায় যে
হারিয়ে গেলো কলতান ।
একটু ভয়, গা ছমছম করছে
আস পাশে আলো জল বসতি
বধির বিশ্বাসে জ্বলছে জোনাক ।

বিশ্বাসের বালাখানায় সরীসৃপ
বনানীতে অমাবশ্যা ।
শীত ও শাওনে মৌমাছির হুল
পলে পলে  নীরব স্বগরবে |
হায় অমানিশা পিদিম দেখনি
তাই পুলকিত হওনি  শুভ্রতায় ।

মনে যা আসে তা’ই লিখে যাই
কিছু বুঝার দরকার নাই ।
সন্ন্যাসে সাবালক আমি,
গুহাতে নেবোনা ঘর,
যত হই ক্ষয় পাইনা ভয় ।
উত্তপ্ত পথ হেঁটে ক্ষতবিক্ষত
পা, লোমকূপে নীল জল !
:: ::

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।