জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কালজয়ী গান নিয়ে বিজয়ফুল এর আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় কনসার্ট

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৪, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

বিপুলসংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেসব কালজয়ী গান নিয়ে বিজয়ফুল এর আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় কনসার্ট।

মাসব্যাপী বিজয়ফুল এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে উপস্থিত রণাঙ্গণের মুক্তিযোদ্ধারা মোমবাতি প্রজ্জ্বলন এবং নতুন প্রজন্মের শিল্পী মৃদুলের পরিবেশনায় ‘ একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

বিজয়ফুল এর সমন্বয়ক কবি মিলটন রহমানের উপস্থাপনায় বিজয়ফুল এর প্রতিষ্ঠাতা কবি শামীম আজাদ বিজয়ফুল এর ১৭ বছরের পথচলা, ইতিহাস চমৎকারভাবে তুলে ধরেন।

তারপর শুরু হয় বিশিষ্ট সংগীতশিল্পী বিজয়ফুল এর দূত গৌরী চৌধুরীর নেতৃত্বে সমবেত কন্ঠে গণজাগরণের মূল হাতিয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেশাত্ববোধক গানসমূহ। ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’ ‘আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি’ ‘ধনে ধান্যে পুষ্পে ভরা’ গানগুলো যখন পরিবেশন করা হচ্ছিল তখন উপস্থিত শ্রোতারা আবেগে আপ্লুত হয়ে পরেছিলেন। সমবেত কণ্ঠে, একক বা দ্বৈতভাবে শিল্পীরা যখন গান গাইতে ছিলেন তখন গানগুলো স্টেজের গন্ডি ছাড়িয়ে দর্শক সারিতে সকলের কণ্ঠে ধ্বণিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, ফয়জুর রহমান খান, আবু মুসা হাসান, মেফতাউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান মাহমুদ শরীফ, হাবিব রহমান। বিজয়ফুল এর আন্তর্জাতিক দূত ডক্টর সেলিম জাহান, বিজয়ফুল এর কেন্দ্রীয় কমিটির দূত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঊর্মি মাজহার, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, গৌরী চৌধুরী, সাদিয়া আফরোজ চৌধুরী, রূপি আমিন, শম্পা কুন্ড, জান্নাত এ কাউসার লীনা, ইমদাদুল ভূঁইয়া সুমন ও সাদি ।

কবিতা আবৃত্তি করেন শহীদুল ইসলাম সাগর, মুজিবুল হক মণি ও স্মৃতি আজাদ। মুক্তিযুদ্ধের সময়ের চরমপত্র থেকে পাঠ করেন ফিরোজ আহমদ বিপুল। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন বিজয়ফুলের উজ্জীবক অপু ইসলাম ও সেলিনা হায়দার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী লুসী রহমান, মাহবুব মোর্শেদ, দেওয়ান মাহমুদুল হোক, বিজয়ফুল এর উজ্জীবক সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, নিকেল, উপদেষ্টা মুজাহিদ চৌধুরী, সতব্রত দাস স্বপন, সাহেব আহমেদ বাচ্চু, মোস্তফা কামাল, সিসিলী কামাল, সৈয়দ হামিদুল হক, সালেহা চৌধুরী, জামাল খান, নাজু, শিরিনউল্লাহ, আরফুম্যান, লিপি ফেরদৌসী ও আরো অনেকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।