জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

থিয়েটার মুরারিচাঁদ’র আয়োজন বর্ণমালার মিছিল

Jagannathpur Times BD
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :

ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। এ মাসেই আমরা আমাদের প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দানের জন্য লড়াই করেছিলাম।

মহান ভাষার এ মাসকে বরণ করে নিতে মুরারিচাঁদ কলেজ, সিলেটের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ আয়োজন করে বর্ণমালার মিছিল।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে বর্ণমালার মিছিল বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর তোফায়েল আহম্মদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোছাম্মৎ জেবিন আক্তার, থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রিংকু মালাকার, সাধারণ সম্পাদক জুয়েল কান্তি দাসসহ মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, ধ্রুবক ক্লাব এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে ভাষা শহিদ স্মরণে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

শেষে শহীদ মিনারে কবিতা, সংগীত, আবৃত্তি পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ’র শিল্পীরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।