জগন্নাথপুর টাইমসবুধবার , ৫ এপ্রিল ২০২৩, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফি লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন

Jagannathpur Times Uk
এপ্রিল ৫, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সুহেল আহমেদ :

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) খেলোয়াড়দের দেয়া স্বীকৃতির পাশাপাশি, ক্লাবটি খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা দু‘জন ব্যক্তিকে সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করে।

এমসিসি কমিটি ক্রিকেটে তাদের অবদানের জন্য এবং খেলার সাথে সম্পর্কিত প্রকল্পগুলোর প্রশংসা করে প্রায়শই দীর্ঘ সময়ের জন্য ব্যক্তিদের সদস্যপদ প্রদান করে।

চলতি বছরের জন্য সম্মানিতদের তালিকায় সমসাময়িক খেলার কিছু বিখ্যাত নামসহ টেস্ট ক্রিকেটে খেলা ১২টি দেশের মধ্যে আটজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে৷

ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা (২০০৮-২০১৯), ভারতের মহেন্দ্র সিং ধোনি (২০০৪-২০১৯), ঝুলন গোস্বামী (২০০২-২০২২), ইংল্যান্ডের জেনি গুন (২০০৪-২০১৯), পাকিস্তানের মুহাম্মদ হাফিজ (২০০৩-২০২১ , অস্ট্রেলিয়ার র‌্যাচেল হেইনস (২০০৯-২০২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-২০১৯), ইংল্যান্ডের ইয়ন মরগান (২০০৬-২০২২), বাংলাদেশের মাশরাফি (২০০১-২০২০), ইংল্যান্ডের কেভিন পিটারসেন (২০০৫-২০১৪), ভারতের সুরেশ রায়না (২০০৫-২০১৮), ভারতের মিতালি রাজ (১৯৯৯-২০২২), নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট (২০০৭-২০২২), ভারতের যুবরাজ সিং (২০০০-২০১৭), ইংল্যান্ডের আনিয়া শ্রাবসোল (২০০৮-২০২২), দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (২০০৪-২০২০) এবং নিউজিল্যান্ডের রস টেলর (২০০৬-২০২২) ২০২৩ সালে এমসিসি’র আজীবন সদস্যপদ লাভ করেন। সূত্র : ইউএনবি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।