জগন্নাথপুর টাইমসবুধবার , ৯ অক্টোবর ২০২৪, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা সহ আটক ৩

Jagannathpur Times Uk
অক্টোবর ৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমানঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও মহিলা সহ ৩ জনকে আটক করা হয়েছে।এ সময় গাঁজার জীবন্ত একটি গাছ উদ্ধার করা হয়।

বুধবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলায় দায়িত্বরত আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব এর নেতৃত্বে আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন, থানার এস আই ইসমাইল মিয়া সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে গন্ধর্বপুর গ্রামের মোঃ আতা উল্লাহ (৬০), ও তার স্ত্রী রেণু বেগম (৫৫)কে আটক করে।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা ও একটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

তাদের দেয়া তথ্যমতে উপজেলার মেঘারকান্দি গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হলে তাদের হেফাজতে থাকা ৩ কেজি ৯’শ গ্রাম গাঁজা উদ্ধার করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য সহ জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।